প্রকাশিত : ১৬ মে, ২০১৯ ২১:৩১

সৈয়দপুরে আইএফডিসি’র উদ্যোগে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
সৈয়দপুরে আইএফডিসি’র উদ্যোগে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুরে আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের (আইএফডিসি) টেকসই মাটি ব্যবস্থাপনা অংশ কৃষি উন্নয়ন প্রকল্প এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মরক্কোর ওসিপি ফাউন্ডেশনের সহায়তায় সৈয়দপুর উপজেলার ১ নম্বর কামারপুকুর ইউনিয়নের ব্রহ্মত্তর ব্লকের কৃষক মো. নুর ইসলাম চৌধুরী জমিতে লাগানো ব্রিধান ২৮ এর কর্তন  উপলক্ষে ওই মাঠ দিবসের অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার (১৬ মে) উপজেলার কামারপুকুর ইউনিয়নের উত্তর অসুরখাই তোফায়েলের মোড় সংলগ্ন এলাকায় ওই মাঠ দিবসের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) কৃষিবিদ মো. আবুল কালাম আযাদ।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোছা. শাহিনা বেগম, আইএফডিসি কৃষি বিশেষজ্ঞ ড. শাহারুখ আহমেদ ও মৃত্তিকা বিজ্ঞানী ড. মো. মাইনুল আহ্সান।

উপজেলার কামারপুকুর ইউনিয়নের উত্তর অসুরখাই গ্রামেরর আদর্শ কৃষক মো. আব্দুল লতিফ শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।এতে স্বাগত বক্তব্য রাখেন আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের (আইএফডিসি) ফিল্ড কো-অর্ডিনেটর আবু জাফর মুহম্মদ নূর নবী।  অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কামারপুকুর ইউনিয়নের সাবেক সদস্য (মেম্বার),মো.  তোফায়েল আহমেদ,কৃষি উদ্যোক্তা মো. আহসান- উল হক বাবু, কৃষক নুর ইসলাম চৌধুরী প্রমূখ। শস্য কর্তন ও  মাঠ দিবস অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সৈয়দপুর কৃষি বিভাগের কামারপুকুর ইউপি’র ব্রহ্মত্তর ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তা বাসুদেব দাস ব্রিধান ২৮ এর শস্য কর্তন ও মাঠ দিবসে সৈয়দপুর উপজেলা কৃৃষি বিভাগের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুনীল কুমার দাস, কামারপুকুর ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জমান আশাসহ শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

মাঠ দিবসে অতিথিরা তাদের বক্তব্যে বলেন এ ধরনের মিশ্রসার ব্যবহারের ফলে কৃষকদের সুষম সার এবং অনুসার ব্যবহার নিশ্চিত করবে, খরচ কমাবে, মাটির স্বাস্থ্য সঠিক রাখবে এবং ফলন বাড়বে। এতে করে কৃষিকে আরো এগিয়ে নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করবে।

উপরে