সাভারের আশুলিয়ায় গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার

সাভারের আশুলিয়ায় নারী শ্রমিককে গণধর্ষণে দায়েরকৃত মামলার প্রধান আসামি বিল্লাল হোসেনকে(২৩) গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার বলিভদ্র মধুপুর এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৯ই জানুয়ারি বিল্লাল হোসেন, আবুল হোসেন ও হাসিব নামে তিন যুবকের বিরুদ্ধে আশুলিয়া থানায় গণধর্ষণের অভিযোগে মামলা করে এক নারী শ্রমিক। মামলার এজাহার থেকে জানা যায়, ৮ই জানুয়ারি রাতে আশুলিয়ার বলিভদ্র মধুপুর তালদিঘি এলাকার একটি ক্যাপ তৈরি কারখানার নারী শ্রমিক কাজ শেষে রাত সাড়ে ৮টার দিকে সহকর্মী শহিদুল ইসলামের সঙ্গে বাসায় ফিরছিলেন। একটি কাঠ বাগানের ভেতর দিয়ে বাড়ির কাছাকাছি চলে এলে বিল্লাল হোসেন, আবুল হোসেন ও হাসিব নামে তিন বখাটে তাদের আটকিয়ে মারধর করে এবং সঙ্গে থাকা মোবাইল ছিনিয়ে নেয়। পরে সহকর্মী শহিদুল ইসলামকে আটকে রেখে ওই নারী শ্রমিককে কাঠ বাগানের ভেতর নিয়ে জোরপূর্বক দলবদ্ধভাবে ধর্ষণ করে তিন বখাটে। এ ঘটনায় পরদিন ৯ই জানুয়ারি বিষয়টি জানিয়ে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে ভুক্তভোগী ওই নারী শ্রমিক।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. জিয়াউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আশুলিয়ার বলিভদ্র মধুপুর এলাকায় অভিযান চালিয়ে গণধর্ষণ মামলার প্রধান আসামি বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।