পোরশায় বজ্রপাতে দুই শ্রমিক নিহত, আহত ১
পোরশা(নওগাঁ)প্রতিনিধি
নওগাঁর পোরশায় বজ্রপাতে শফিকুর (২৮) ও হাসান(৩০) নামের দুইজন ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন৷ এসময় বুলবুল(৩২) নামের অপর একজন শ্রমিক আহত হয়েছেন৷ নিহত শফিকুর উপজেলার গানইর গ্রামের আজাদের ছেলে ও হাসান চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পাঠানতলা গ্রামের মতিউর রহমানের ছেলে এবং আহত বুলবুল গানইর গ্রামের আব্দুল্লার ছেলে।
জানা গেছে, গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টায় তারা নিতপুর গানইর গ্রামের মালিপুকুর এলাকায় বোরো ধান কাটছিলেন। এসময় আকাশে বৃষ্টির সাথে বজ্রপাত ঘটলে ঘটনা স্থলেই শফিকুর ও হাসান নিহত হন৷ আহত হন বুলবুল। আহত বুলবুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।