কৃষকের কাছে থেকে ন্যায্য মুল্যে ধান,চাল ক্রয়ের দাবিতে বগুড়ায় মানববন্ধন

সরাসরি কৃষকের কাছে থেকে ন্যায্য মুল্যে ধান, চাল, ক্রয়ের দাবিতে বগুড়ায় মানবন্ধন পালিত হয়েছে। আজ শনিবার দুপুরে বগুড়া শহরের সাতমাথায় আমরা কৃষকের সন্তান বগুড়া জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে। বগুড়া জেলার আহবায়ক মাকসুদুল হাসান রুহেলের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমরা কৃষকের সন্তান কেন্দ্রীয় কমিটির আহবায়ক এবং কেন্দ্রীয় কৃষকলীগের ক্ষেত মজুর বিষয়ক সম্পাদক আলহাজ ইমারত আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এই সরকার কৃষকের কাছে থেকে সরাসরি ধান ও চাল ক্রয়ের জন্য মুল্য নির্ধারন করে দিলেও কিছু দালাল, ফরিয়া এবং খাদ্য বিভাগের কিছু অসাধূ কর্মকর্তার কারনে কৃষকেরা তাদের ন্যায্য মুল্য থেকে বঞ্চিত হচ্ছে। তিনি অচিরেই এই সব দালাল ফরিয়া এবং অসাধু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। মানববন্ধনে অন্যান্য’র মধ্যে বক্তব্য রাখেন আমরা কৃষকের সন্তান কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী রেজাউল বারী দিপন, কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান, বগুড়া জেলার যুগ্ন আহবায়ক আবু সাহেদ, মোমিনুল ইসলাম ডলার, রেজাউল বারী মিন্টু। উপস্থিত ছিলেন বকুল মিয়া, শিবতোষ সাহা গোপাল, বাবু বসুধা, গোলাম মোস্তফা ঠান্ডু, ফজলুল বারী নয়ন, অধ্যাপক শ্যামল পাইকার, অধ্যক্ষ জাহিদুর রহমান, অভিশেখ মজুমদার, এস এম মাসুম উর রহমান জয়, জেলহক, কাজল, শ্রী সুরেশ সরকার, মুকুল, শহর শাখার সভাপতি সামিউল আলম সোয়েব, সাধারন সম্পাদক সিয়াম হোসেন প্রিয়, তন্ময়, সাইদুল এবং জুয়েল প্রমুখ সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।