পোরশায় গলায় ওড়না পেঁচিয়ে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

নওগাঁর পোরশায় রোমিশা খাতুন(১৪) নামের এক মাদ্রাসা ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। রোমিশা খাতুন উপজেলার দোয়ারপাল গ্রামের জিয়াবুল হকের মেয়ে। সে এলাকার বিষ্ণপুর গ্রামের একটি মহিলা হাফেজিয়া মাদ্রাসায় পড়ালেখা করতো বলে জানাগেছে।
জানা গেছে, শনিবার দিবাগত রাতে অধ্যয়নরত মাদ্রাসায় রোমিশা একটি আম গাছের ডালে সবার অজান্তে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। গত ৬মাস পূর্বে ঐ মাদ্রাসায় ভর্তি হয়ে লেখাপড়া করে আসছিল রোমিশা। দীর্ঘদিন ধরে রোমিশা মানষিক রোগসহ নানান রোগে ভুগছিল বলে জানাগেছে।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান শাহিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।