ধানের নায্য মূল্যে ও ধান-চাল ক্রয়নীতির পরিবর্তন সহ বিভিন্ন দাবীতে বগুড়ায় মানববন্ধন
ষ্টাফ রিপোর্টার
ধানের নায্য মূল্যে, ধান ও চাল ক্রয়নীতির পরিবর্তন সহ বিভিন্ন দাবীতে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) বগুড়া জেলা শাখার উদ্যোগে আজ সোমবার দুপুরে শহরের সাতমাথায় এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, সুজন বগুড়া জেলা সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, এ বি এম মুসা সহ আরো অনেকে।
এসময় বক্তরা বলেন, অবিলম্বে ধান ও চাল ক্রয়নীতি পরিবর্তন করতে হবে। প্রন্তিক কৃষকদের বিঘাপ্রতি ৩ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি চাল আমদানি বন্ধ করা সহ রপ্তানী আয় কৃষি মন্ত্রনালয়ে রাখার দাবী জানান তারা।