প্রকাশিত : ২০ মে, ২০১৯ ১৫:৫০

হাকিমপুর উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
হাকিমপুর উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

দিনাজপুর উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে নব নির্বাচিত চেয়ারম্যান হারুনুউর রশিদ হারুন,ভাইস চেয়ারম্যান শাাহীনুর রেজা শাহীন ও মহিলা ভাইস চেয়ারম্যান পারুল দায়িত্বভার গ্রহন করেন। রবিবার বিকেলে নব নির্বাচিত চেয়ারম্যানদের দায়িত্ব  গ্রহন করেন। এসময় প্রধান অতিধি হিসাবে ছিলেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল ইসলাম,হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।

এসময় অন্যান্যদের মধ্যে হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ইমদাদুল হক চৌধুরী,সাধারণ সম্পাদক আব্দুর আমিরুল ইসলাম লিটন,হাকিমপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন,হাকিমপুর স্বেচ্ছাসেবকলীগের নেতা তৌহিদুল ইসলাম তৌহিদ প্রমুখ বক্তব্য প্রদান করেন।

উপজেলা চেয়ারম্যান বলেন, সর্বপ্রথমে হাকিমপুর উপজেলা পরিষদকে ঢেলে সাজাবো এবং হাকিমপুর নাম বদল করে হিলি নামকরন সহ হিলিতে মাদক মুক্ত জঙ্গীমুক্ত ও বাল্যবিবাহ মুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। এসময় উপজেলার সর্বস্তরের জনগণ  সহযোগী আওয়ামীলীগের সকল নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

উপরে