প্রকাশিত : ২০ মে, ২০১৯ ২০:০৯

সৈয়দপুরে দুই মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
সৈয়দপুরে দুই মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড

নীলফামারীর সৈয়দপুরে মাদক সেবনের দায়ে দুই যুবকের পৃথক মেয়াদের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সেই সঙ্গে  একই অপরাধে তাদের প্রত্যেকের দুই শত টাকা করে অর্থদন্ডও করা হয়েছে।আজ সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশমনার পরিমল কুমার সরকার ওই দন্ডাদেশ প্রদান করেন।
 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার মো. আলী হোসেনের ছেলে মো. ফারুক হোসেন (৩২) এবং সাহেবপাড়া মো. জামান খানের ছেলে মো. সেলিম (২৭)।আজ সোমবার দুপুরে নীলফামারী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আল-আমিনের নেতৃত্বে দপ্তরের সদস্যর সৈয়দপুর শহরের কুন্দল এলাকা থেকে গাঁজা সেবন অবস্থায় তাদের হাতেনাতে আটক করে। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায়  গাঁজা সেবনের দায়ে ফারুক হোসেনকে (৩২) ১৫ দিনের এবং মো. সেলিমকে (২৭) ৫ দিনের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও একই অপরাধে তাদের প্রত্যেকের ২০০ টাকা করে জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।

উপরে