গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় শফি আলম বাবু (১৭) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। সোমবার সকালে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট আঞ্চলিক সড়কের বাগদাফার্ম এলাকায় এ দূর্ঘটনা ঘটে। বাবু উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের ফজল আলমের ছেলে।জানা গেছে, সোমবার সকালে ভ্যান চালক শফি আলম বাবু তার নিজস্ব ভ্যানে করে চাল নিয়ে গোবিন্দগঞ্জ শহরের দিকে আসছিল। এসময় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বাগদাফার্ম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তার ভ্যানের পিছনে স্বজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক বাবু নিহত হন।