প্রকাশিত : ২১ মে, ২০১৯ ২০:০৬

মেহেরপুরের গাংনীতে স্কুলছাত্রকে গাছে বেঁধে নির্যাতন,অবশেষে আত্মহত্যা

লজ্জা ও ক্ষোভে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে স্কুলছাত্রকে গাছে বেঁধে নির্যাতন,অবশেষে আত্মহত্যা

মেহেরপুরের গাংনীতে দশম শ্রেণির ছাত্র রাব্বি হোসেনের বিরুদ্ধে সিগারেট চুরির অভিযোগ এনে গাছের সাথে বেঁধে নির্যাতন ও জরিমানা আদায় করা হয়েছে। এ কারণে ক্ষোভে ও লজ্জায় আত্মহত্যা করেছে রাব্বি হোসেন। আজ  সকাল ১০ টার দিকে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগায় রাব্বি।

সে গাংনী উপজেলার কড়–ইগাছি গ্রামের চিনিরুদ্দীনের ছেলে ও স্থানীয় কে,এ,বি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।রাব্বির পরিবারের লোকজন জানান, খুব সকালে রাব্বি ও তার সহপাঠি জনি স্থানীয় কে,এ,বি মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়তে যায়। সেখানে পান বিড়ির দোকানী কচিমদ্দীন তাদের বিরুদ্ধে সিগারেট চুরির অভিযোগ এনে গাছের সাথে বেঁধে রাখে। পরে স্থানীয় সাবেক মেম্বর আব্দুল হান্নান, ও ছাত্রলীগ নেতা হাসান রেজা সেন্টু সালিশ বসিয়ে দু ছাত্রের অভিভাবকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে।এতে রাগে ও লজ্জায় নিজ ঘরের সিলিংয়ের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে রাব্বি। ঘটনার পরপরই দোকানী কচিমুদ্দীন পালিয়ে যায়।গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, একটি অপমৃত্যু মামলা হয়েছে, মরদেহ ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উপরে