প্রকাশিত : ২২ মে, ২০১৯ ১৫:৫২

প্রধানমন্ত্রীর ইচ্ছায় ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ গড়ার লক্ষে ভিক্ষুকদের পুর্নবাসন

দিনাজপুর প্রতিনিধি
প্রধানমন্ত্রীর ইচ্ছায় ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ গড়ার লক্ষে ভিক্ষুকদের পুর্নবাসন

দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভিক্ষুকদের পুর্ন-বাসনের উদ্বোধন কালে দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছায় ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ গড়ার লক্ষে ভিক্ষুকদের পুর্নবাসন করা হচ্ছে।

উপজেলার মাহানপুরই উনিয়নেরর সুলপুর গ্রামের সোনাবর দিঘি নামক স্থানে ২১মে বিকাল ৫টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে ভিক্ষুকদের পুর্নবাসনের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হক উপরক্ত কথা বলেন।

মাহানপুর ইউনিয়ন চেয়ারম্যন গোপাল দেব শর্মা’র পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি জাবের মোঃ সোয়াইব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (ভারপ্রাপ্ত) আলতাফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী কর্মকর্তা মিজানুর রহমান, বীরগঞ্জ প্রেসকাবের সভাপতি আবেদ আলী, রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দীক প্রমুখ।

আলোচনা সভার পুর্বে প্রধান অতিথি স্থানিয় ভিক্ষুকদের কর্ম সমস্থানের জন্য ১৫ হাজার টাকা ব্যয়ে মালামাল সহ দোকান ঘর উপহার দেয়।

উপরে