প্রকাশিত : ২২ মে, ২০১৯ ১৬:০২

দরিদ্র পরিবারের মেয়ে আঁখির স্বপ্ন ডাক্তার হওয়া

সিংড়া (নাটোর)
দরিদ্র পরিবারের মেয়ে আঁখির স্বপ্ন ডাক্তার হওয়া

নাটোরের সিংড়া উপজেলার দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের ছাত্রী আন্না আকতার আঁখি এবার এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে। সংসারের অভাব আর অনটন তাকে কোন বাঁধা দেয়নি। শত প্রতিকূলতার মাঝেও সে নিজের অদম্য মনোবলে ভালো রেজাল্ট করতে সক্ষম হয়েছে।

আখি নাটোরের সিংড়া উপজেলার উত্তর দমদমা মহল্লার মৃত আব্দুল হামিদের কন্যা। তাঁর বাবা গত দু বছর আগে মারা যান, একমাত্র মায়ের উপার্জনের সংসারে খুশির সংবাদ এনে দেয়ায় উচ্ছ্বসিত তাঁর মা মাবিয়া হামিদ। পেশায় সে গৃহীনি, কিন্তু স্বামী মারা যাবার পর সংসারের হাল ধরেন। দর্জীর কাজ করে সংসার চালান। মেধাবী ছাত্রী আঁখি ৫ম শ্রেনী ও ৮ম শ্রেনীতে সাধারন গ্রেডে বৃত্তি লাভ করেন। সংসারের অভাব অনটনের মধ্য নিজের ঐকান্তিক প্রচেষ্টায় এ রেজাল্ট করতে সক্ষম  হয়েছেন। তাঁর ছোট ভাই মাহমুদউল্লাহ, সে ২য় শ্রেনীতে পড়ালেখা করে। আঁখি মায়ের কষ্ট দুর করতে চায়। ভবিষ্যতে সে ডাক্তার হতে চায়।

 

উপরে