প্রকাশিত : ২২ মে, ২০১৯ ১৬:০৮

জয়পুরহাটে সরাসরি কৃষকের থেকে ধান সংগ্রহের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

বিশেষ প্রতিনিধি, রফিকুল ইসলাম রফিক
জয়পুরহাটে সরাসরি কৃষকের থেকে ধান সংগ্রহের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

জয়পুরহাটে কৃষকদের নিকট থেকে সরাসরি ধান সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় সদর সরকারি খাদ্য গুদামে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম সোলায়মান আলী, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সৈয়দ তালিবুল হকসহ স্থানীয় কৃষকরা।

এ মৌসুমে সদর উপজেলায় প্রায় ৪৮০ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে।

 

উপরে