প্রকাশিত : ২২ মে, ২০১৯ ২০:০৭

সিংড়ায় বাছাইকৃত প্রত্যেক কৃষক ১ টন করে ধান দিতে পারবে

সিংড়া (নাটোর) প্রতিনিধি
সিংড়ায় বাছাইকৃত প্রত্যেক কৃষক ১ টন করে ধান দিতে পারবে

নাটোরের সিংড়ায় ধান সংগ্রহ শুরু হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে পৌর সভার কার্ডধারী কৃষকদের উপস্থিতিতে লটারির মাধ্যমে উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতোয়ার রহমান প্রমুখ।

জানা গেছে, উপজেলায় কার্ডধারী কৃষকের সংখ্যা ৫৮ হাজার। এবার সরকারী বরাদ্দ ১২’শ মেট্রিক টন, ধান দিতে পারবে ১ হাজার ২ শত জন কৃষক। ১ জন কৃষক ১ টন করে ধান দিতে পারবে। লটারির মাধ্যমে সরাসরি কৃষক এ ধান দিতে পারবে। এভাবে পৌরসভাসহ ১২ টি ইউনিয়নে ধান সংগ্রহ চলবে।এর আগে সিংড়ায় সরাসরি কৃষকদের কাছ থেকে ১০৪০ টাকা দরে ধান ক্রয় করার সিদ্ধান্ত নেয়া হয়। ইউনিয়ন পর্যায়ে মাইকিং করে কৃষকদের জানানো হবে বলে জানা গেছে।

উপরে