বগুড়ায় গহনার দোকান থেকে মালামাল চুরি,আদালতে মামলা
ষ্টাফ রিপোর্টার
বগুড়া শহরের গালাপট্টি নিউ মার্কেটের একটি সোনার গহনা এ্যান্টিক দোকানে ডাকাতি হয়েছে। জানা যায় গত ১৮ই মে শনিবার ভোর ৫ টায় চাকঝাপু, সাবগ্রাম এলাকার ইব্রাহিম হোসেনের পুত্র সাইফুল ইসলাম, উত্তর চেলোপাড়া মৃত ফরহাদ আলীর পুত্র বানিজার রহমানের নেতৃত্বে কতিপয় (১৫-২০) লোকজন দলবদ্ধ হয়ে গালাপট্টি নিউ মার্কেটে সোনার গহনা পাঁচ ভাই এ্যান্টিক দোকানে আব্দুল খালেকের দোকানে জোর করে দোকানে ঘুকে বিভিন্ন জিনিসপত্র সোনার গহনা, রুপার গহনা লুটপাট সহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল ডাকাতি ও চুরি করে পালিয়ে যায়। এব্যাপারে প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল খালেক বাদী হয়ে জেলা বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি ডাকাতি মামলা করে।