নানিয়ারচরে মিনি ট্রাক উল্টে নিহত ১
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সোহেল (২৪) নাম এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটির মালিক আব্দুল মালেক (২৮) গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ১৮ নম্বর টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুড়িঘাট ইউনিয়নের ১৮ নম্বর টিলা এলাকায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ট্রাকটির মালিক আব্দুল মালেকের বাঁ পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সোহেলের পেটের ভুড়ি বের হয়ে যায়। তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদের রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত সোহেলের মরদেহ ময়না-তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনা কবলিত মিমি ট্রাকটি উদ্ধার করা হয়েছে।