বিরামপুরে লটারীর মাধ্যমে ধান ক্রয়ের কৃষক নির্বাচন
অভ্যন্তরীণ বোরো সংগ্রহের লক্ষ্যে বৃহস্পতিবার (২৩ মে) উপজেলার প্রান্তিক চাষীদের মাঝ থেকে লটারীর মাধ্যমে সরকারী ভাবে ধান ক্রয়ের জন্য চাষী নির্বাচন করা হয়েছে।জানা গেছে, বিরামপুর চরকাই খাদ্য গুদামে এবার ২৬ টাকা কেজি দরে ৪৭৫ টন ধান ক্রয়ের লক্ষমাত্রা ধরা হয়েছে। উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নে কৃষি কার্ডধারী ৩৫ হাজার কৃষক রয়েছে। এই বিপুল সংখ্যক কৃষকের নিকট থেকে ধান ক্রয় সম্বভ না হওয়ায় লটারীর মাধ্যমে ৪৭৫ জন প্রান্তিক কৃষক নির্বাচন করা হয়েছে। নির্বাচিত কৃষকগণ এক টন হারে ধান সরকারী গুদামে বিক্রি করতে পারবেন।
লটারীর মাধ্যমে চাষী নির্বাচন উপলক্ষ্যে উপজেলা অডিটরিয়ামে ইউএনও তৌহিদুর রহমানের সভাপতিত্বে কৃষক উদ্বুদ্ধ করণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর-৬ আসনের এম,পি শিবলী সাদিক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল ইলম রাজু, পৌর মেয়র লিয়াকত আলী সরকার, উপজেলা খাদ্য কর্মকর্তা মিজানুর রহমান, চরকাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমত আলী, এসময় সাংবাদিক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।