নবাগত কাহালুর ইউএনও’র পরিচিতি ও মতবিনিময় সভা
আজ বৃহস্পতিবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান। কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আখেরুর রহমান এর সঞ্চালনায় উক্ত পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মহুয়া শারমিন ফাতেমা, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ (লালু), মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আক্তার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম হাফিজুর রহমান, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মিল্লাত হোসেন, কাহালু সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মীর রাশেদুল ইসলাম, মুরইল ইউ পি চেয়ারম্যান হারেজ উদ্দিন, বীরকেদার ইউ পি চেয়ারম্যান ছেলিম উদ্দিন, মালঞ্চা ইউ পি চেয়ারম্যান মর্জিনা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোশারফ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ইরিনা মৌসুমী, উপজেলা শিক্ষা অফিসার এস এম সারওয়ার জাহান, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান, সোনালী ব্যাংক লিঃ কাহালু শাখার শাখা ব্যবস্থাপক নুর আলম সিদ্দিকী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক মাকছুদুর রহমান, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব এফ এম এ ছালাম, কাহালু মডেল প্রেসকাবের সভাপতি ইউনুস আলী টনি, কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন প্রামানিক।