প্রকাশিত : ২৩ মে, ২০১৯ ২১:২৯

বগুড়ায় খ্রীষ্টিয় মন্ডলীর উদ্যোগে ২দিন ব্যাপী উদ্দীপনা সভার উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় খ্রীষ্টিয় মন্ডলীর উদ্যোগে ২দিন ব্যাপী উদ্দীপনা সভার উদ্বোধন

বগুড়ায় খ্রীষ্টিয় মন্ডলীর উদ্যোগে ২ দিন ব্যাপী উদ্দীপনা সভা গতকাল বৃহস্পতিবার গোহাইল রোডস্থ উপাসনালয়ে শুরু হয়। উক্ত উদ্দীপনা সভার উদ্বোধন করেন বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর সভাপতি রবার্ট রবিন মারান্ডি । উদ্দীপনা সভার মূল সূর “তোমরা যাহারা ঈশ্বরকে ভুলিয়া যাইতেছো ইহা বিবেচনা কর, পাছে আমি তোমাদিগকে বিদীর্ণ করি তার উদ্ধার করিবার কেহ না থাকে যদি তোমরা আমাকে ভুলিয়া যাও”। অর্থ্যাৎ প্রভূ যীশু ঈশ্বরকে সার্বক্ষনিক মনে প্রাণে লালন করতে হবে। তাঁর আশীর্বাদে জীবন গড়াতে হবে। বিধি নিষেধ যা রয়েছে তা হতে দূরে থাকতে হবে।

জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে প্রভূ যীশুকে সাথে রাখা ও তাকে স্মরণের মধ্য দিয়ে সহযোগিতা, সহভাগিতা, সহমর্মিতার দীক্ষা নিতে হবে। প্রভূ যীশু অর্থ্যাৎ ত্রাণকর্তার আদেশ নিষেধ মেনে চললে তিনি আমাদের আলোর পথ দেখাবে। গতকাল বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর সভাপতি রবার্ট রবিন মারান্ডি উদ্দীপনা সভার উদ্বোধন কালে আলোচনায় মূল সূরের আলোকে এ কথাগুলো বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এজি চার্জ ঢাকা এর পালক ড.রেভাঃ সাইমন এন সরকার, ব্যাপ্টিষ্ট চার্চ ময়মনসিংহ পালক রেভাঃ বেনজামিন ব্যানার্জি, সাবেক পালক প্রধান মিঃ সৌরভ বিশ্বাস, বর্তমান পালক মিঃ গিলবার্ট মৃধা, বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর সম্পাদক আশের মাইকেল বেসরা, কোষাধ্যক্ষ টমাস অর্পন মন্ডল প্রমূখ। উদ্বোধনের পর বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর পালক মিঃ গিলবার্ট মৃধার সঞ্চালনায় আত্মিক জাগরণ মূলক উদ্দীপনা সভা মূলসূর গীতসংহিতা ৫০:২২ পদ নিয়ে আলোচনা করেন প্রধান আলোচক এজি চার্চ ঢাকা পালক ড.রেভাঃ সাইমন এন সরকার।

উপরে