নওগাঁ সীমান্ত থেকে বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
ফাইল ছবি
নওগাঁর পোরশা সীমান্ত এলাকা থেকে মোজাহার আলী (৩৫) নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আটক মোজাহার আলী পোরশা উপজেলার নিতপুর শিতলী গ্রামের জাহের আলীর ছেলে।
জানা গেছে, আজ শনিবার ভোরে ১৪/১৫ জনের বাংলাদেশী গরু ব্যবসায়ীর একটি দল ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে নওগাঁর পোরশা সীমান্তের ২৩১ নং পিলারের কাছে আসলে ভারতের ৬০ বিএসএফ এর কেদারীপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। এসময় অন্যরা পালিয়ে আসলেও বিএসএফ এর হাতে ধরা পড়ে মোজাহার আলী।
নওগাঁর ১৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল তুহিম মো. মাসুদ জানান, নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত এলাকা থেকে বাংলাদেশী যুবককে ধরে নিয়ে যাওয়ার কথা শুনেছি। বাংলাদেশী যুবক মোজাহার আলীকে ধরে নিয়ে যাওয়ার বিষয় নিশ্চিত হতে বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।