প্রকাশিত : ২৫ মে, ২০১৯ ১৫:২২

জয়পুরহাটে ট্রেন যাত্রা বিরতির দাবীতে অবস্থান কর্মসূচী

রফিকুল ইসলাম রফিক, বিশেষ প্রতিনিধি
জয়পুরহাটে ট্রেন যাত্রা বিরতির দাবীতে অবস্থান কর্মসূচী

জয়পুরহাটে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন যাত্রা বিরতির দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেছে সংগ্রামী জয়পুরহাট জেলাবাসী।

আজ শনিবার বেলা ১১টায় জয়পুরহাট রেল ষ্টেশনের প্লাট ফর্মে ঘন্টা ব্যাপী এ অবস্থান কর্মসূচীতে অংশ গ্রহন করেন বিভিন্ন রাজনৈতিক, সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেনী পেশার মানুষ। এ সময় চিলাহাটি থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রুপসা আন্ত:নগর ট্রেন অবরোধ করলে রেল কর্তৃপক্ষের আশ্বাসে ২০ মিনিট দেরীতে সেটি ছেড়ে যায়।

পরে এক সংক্ষিপ্ত সভায় বক্তারা জানান, জয়পুরহাটের খুব কাছেই ঐতিহাসিক মহাস্থান গড়, পাহাড়পুর সহ বিভিন্ন পর্যটন স্পট থাকায় এই জেলা শহরটি গুরুত্বপূর্ণ। অবিলম্বে পঞ্চগড় আন্তঃ নগর ট্রেনটির জয়পুরহাটে যাত্রা বিরতি কার্যকর না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

 

উপরে