জয়পুরহাটে প্রতিবন্ধিদের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ
রফিকুল ইসলাম রফিক, বিশেষ প্রতিনিধি
ঈদকে সামনে রেখে জয়পুরহাটে শতাধিক হত দরিদ্র প্রতিবন্ধিদের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ করেছে স্থানীয় একটি প্রতিবিন্ধ উন্নয়ন সংস্থা।
আজ শনিবার দুপুরে জয়পুরহাট রেল ষ্টেশন চত্তরে প্রত্যেক প্রতিবন্ধীকে নগদ ২শ টাকা ও ৫ কেজি করে চাল প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি গোলাম হক্কানী, জেলা জাতীয় পার্টির সভাপতি হেলাল উদ্দীন, বিশিষ্ট সমাজ সেবক রফিকুল আলম, চেতনায় জয়পুরহাট সংগঠনের সভাপতি তিতাস মোস্তফা।
বক্তারা সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন অসহায় প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।