প্রকাশিত : ২৫ মে, ২০১৯ ১৯:২৪

শেরপুরে পাওয়ার টিলার উল্টে চালক নিহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুরে পাওয়ার টিলার উল্টে চালক নিহত

বগুড়ার শেরপুরে পাওয়ার টিলার (ট্রলি) উল্টে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। ওই চালকের নাম মো. আব্দুল্লাহ আল মামুন (২২)। তিনি উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা গ্রামের আজিমুদ্দিন শেখের ছেলে। গত শুক্রবার (২৪মে) রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এরআগে একইদিন বিকেলে মির্জাপুর বাজার এলাকায় পাওয়ার টিলার (ট্রলি) উল্টে গুরুতর আহত হন তিনি।

স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, মির্জাপুর বাজার থেকে পাওয়ার টিলার (ট্রলি) মেরামত কাজ শেষে আব্দুল্লাহ আল মামুন ট্রলিটি চালিয়ে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছলে পাওয়ার টিলারটি হঠাৎ উল্টে রাস্তা থেকে খাদে পড়ে যায়। এতে চালক মামুন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে প্রথমে তাঁকে শেরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই রাত অনুমান ১১টার দিকে তিনি মারা যান। অত্র খানপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঞ্জুও এই তথ্য নিশ্চিত করেন।

উপরে