প্রকাশিত : ২৫ মে, ২০১৯ ১৯:৩১

হিলিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
হিলিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ

কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে দিনাজপুর হিলি হাকিমপুর উপজেলা স্বেচ্ছাশ্রমে অসহায় কৃষকদের ধান কেটে দিতে পাশে দাঁড়িয়েছেন ছাত্রলীগ। বেশি মজুরি আর ধানের দাম কম থাকায়, যেসব অসহায় কৃষক ফসল কাটতে পারছেন না তাদের ধান কেটে দিচ্ছেন স্থানীয় ছাত্রলীগ।শুক্রবার ও শনিবার অহসায় শাহজাহান কৃষকের পাশ্বে দাঁড়িয়েছেন হাকিমপুর উপজেলা ছাত্রলীগ। উপজেলার আলীহাট ইউনিয়নের মুর্শিদপুর নওপাড়া গ্রামে দরিদ্র কৃষক শাহজান শ্রমিকের মজুরি দ্বিগুণ হওয়া ফসল ঘরে তোলা নিয়ে দেখা দিয়েছিলো অনিশ্চয়তা। ভেবেছিলেন জমিতে পচেই নষ্ট হবে তার পাকা ধান  ভয়ে আতঙ্কিত ছিলাম।

বিষয়টি জানতে পেরে অসহায় কৃষকের পাশ্বে দাড়িয়েছে  ছাত্রলীঘ। শাহাজানকে সঙ্গে নিয়ে কেটে দিয়েছেন জমির ধান। শাহাজান বলেন, এই ছেলেগুলো আসাতে আমার অনেক উপকার হইছে। দোয়া করি তারা অনেক উচ্চশিতি হোক।মানবিকতা থেকেই দুঃসময়ে অসহায় কৃষকদের ধান কাটতে সহযোগিতার কথা বলছেন ছাত্রলীগ নেতারা বলেন, গরীব কৃষকদের সহায়তার জন্য ধান কাটছি আমরা। অসহায় কৃষকরা ধান ঘরে তুলতে পারছিলেন না তাই আমরা সহায়তা করছি। হাকিমপুর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন,সারাদেশে ধানের বাম্পার ফলন হলেও শ্রমিকের বেশি মজুরি আর দাম কম থাকায় এবার ধান কাটতে অনিহা কৃষকের। আমরা অসহায় কৃষকদের সহায়তা করছি।

উপরে