মেহেরপুরে দেশের উন্নয়ন অগ্রগতি বিষয়ে অলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শণী
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে দেশের উন্নয়ন অগ্রগতির বিষয়ে জনগণকে অবহিত এবং সম্পৃক্তকরণের লক্ষ্যে অলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টার সময় সাহারবাটি ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের সহযোগীতায় অলোচনা সভা আয়োজন করেন জেলা তথ্য অফিস।
সাহারবাটি ইউপির প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতুলবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, সাহারবাটি ইউপি সচিব আব্দুল মতিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী। এসময় ইউপি সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।