প্রকাশিত : ২৫ মে, ২০১৯ ১৯:৫৭

বগুড়ায় ধুনটে ধানের মূল্য বৃদ্ধির দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ মিছিল

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় ধুনটে ধানের মূল্য বৃদ্ধির দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ মিছিল

সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা, সরকারি ভাবে প্রতি ইউনিয়নে ক্রয়কেন্দ্র চালু এবং ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে কমিউনিস্ট পার্টির সারাদেশ ব্যাপী কৃষি ও কৃষক রক্ষার সপ্তাহ ব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে  বগুড়ার ধুনট উপজেলায় কমিউনিস্ট পার্টির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।আজকে বিকেল ৪টায় ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল ধুনট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যাণ পথসভা অনুষ্ঠিত।পথসভায় সভাপতিত্ব করেন সিপিবি ধুনট উপজেলার সভাপতি সাহা সন্তোস ও পরিচালনা করেন সিপিবি নেতা শামসুল হক ভোলা।

সভায় বক্তব্য রাখেন কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সভাপতি সন্তোষ কুমার পাল, ক্ষেতমজুর সমিতি ধুনট উপজেলার সাধারণ সম্পাদক ডা: বিভূতি ভূষণ শীল, কৃষকনেতা বিকাশ চন্দ্র, জাবেদ আলী, সিপিবি নেতা ইউসুফ আলী।সিপিবি ধুনট উপজেলা সভাপতি সাহা সন্তোস  বলেন, ‘সদ্য ঘরে তোলা বোরো ধানের দাম পাচ্ছে না কৃষক। উৎপাদন ব্যয়ের চেয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে ধান। দাম না পেয়ে জমিতেই পাকা ধান পুড়িয়ে দিচ্ছে কৃষক। সরকার ১ হাজার ৪০ টাকা মণ দরে ধান কেনার সিদ্ধান্ত ঘোষণা করেছে। কিন্তু ক্রয় কেন্দ্রের দূরত্ব ও কর্মচারিদের দুর্নীতি-লুটপাটের কারণে কৃষকরা জিম্মি হয়ে পড়েছে মধ্যস্বত্ত্বভোগী ফড়িয়া সিন্ডিকেটের কাছে।’

কৃষক সমিতির নেতা শামসুল হক ভোলা বলেন, ‘দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে কৃষক। অথচ তাদের ঘরে ভাত নেই। তাদের পকেটে টাকা নেই। তাদের উৎপাদিত ফসলের টাকায় ধনী হচ্ছে রাইস মিল মালিকরা। সরকার মুনাফালোভী রাইস মিল মালিকদের সুরক্ষা দিচ্ছে। কৃষক যখন প্রতিবাদ করছে, তখন দলে দলে শাসকগোষ্ঠীর লুটপাটের অংশীদাররা মাঠে নেমে কৃষকের ধান কেটে দেওয়ার নাটক করছে। আজ কৃষকদের হাসি-ঠাট্টার পাত্র বানিয়ে ফেলা হচ্ছে। অথচ কৃষকদের সমস্যার সমাধান করা হচ্ছে না।’

 ক্ষেতমুজুর সমিতি ধুনট উপজেলার নেতা ডা: বিভূতি ভূষণ শীল বলেন, ‘সরকার ধান কেনার ঘোষণা দিয়েছে। অথচ ধান সংরক্ষণের জায়গা নেই। দেশে চালের কোনো সংকট নেই। অথচ চাল আমদানি করা হচ্ছে। আজ দেশে কৃষকের যে দূরবস্থা, তার জন্য সরকারই দায়ী। এই সরকার কৃষকবান্ধক সরকার নয়। লুটপাটকারী সিন্ডিকেটবান্ধব সরকার।’কর্মসূচিতে সংহতি প্রকাশ করে কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সভাপতি সন্তোষ কুমার পাল বলেন, ‘যারা এসি রুমে বসে রাষ্ট্র চালায় তারা কিন্তু মাঠে নামে না। যারা টেলিভিশনে বড় বড় বক্তৃতা দেয়, তারা কিন্তু মাঠে নামে না। যে কৃষক গায়ে-গতরে খেটে ফসল ফলায়, তাদের কষ্ট এসি-রুমের শাসকদের বোঝার কথা নয়। দীর্ঘসময় ধরে শোষক-লুটপাটকারীদের প্রতিনিধিত্ব করা শাসকগোষ্ঠী রাষ্ট্রক্ষমতায় থাকার কারণে বাংলাদেশ নামক রাষ্ট্রের আজ চোখ-কান-মগজ হারিয়ে গেছে। এই রাষ্ট্র কৃষকের রক্ত পানি করা শ্রমের মূল্য দিতে জানে না।’

 সিপিবি নেতা বিকাশ বলেন, ‘এই শাসকগোষ্ঠী গণবিরোধী শাসক। এই শাসক কৃষক-শ্রমিকের অধিকারবিরোধী। কত কষ্ট থেকে একজন কৃষক তার ফলানো ফসলে আগুন দেয়, সেটা এই সরকারের মন্ত্রীরা বোঝেন না। এই গণবিরোধী শাসকের বিরুদ্ধে কৃষক-শ্রমিক, গরীব-মেহনতি মানুষ সবাইকে এক হতে হবে। গণবিরোধী লুটপাটতন্ত্র ভেঙ্গে দিতে হবে।’বক্তারা ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালু করে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার দাবি জানিয়েছেন। একইসঙ্গে দামের ক্ষেত্রে কৃষকের যাতে লাভ থাকে, সেভাবে মূল্য নির্ধারণের দাবি জানিয়েছেন।

উপরে