সারিয়াকান্দি ৩নং নারচী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ৩নং নারচী ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে । গত ২৫শে মে শনিবার সকালে নিজ পরিষদ সভাকক্ষে নারচী ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন তরফদারের সভাপতিত্বে এই বাজেট সভা অনুষ্ঠিত হয়।এ সময় ইউপি সদস্য জিয়াউর রহমান , তরিকুল ইসলাম, জাকির হোসেন, আনেয়ার হোসেন, জাহিদুল ইসলাম, মানিক তরফদার,বুলু মিয়া, মোস্তাফিজার রহমান, শাহজাহান আলী, বিউটি বেগম , ইমা বেগম, মোর্শেদা বেগম, উদ্যোক্তা আপিরুল ইসলাম সহ সকল সদস্য, শিক্ষক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় সূধীজনদের মতামতের ভিত্তিতে সংযোজন বিয়োজন করে বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব বাবুল মিয়া।
বাজেট সভায় ২০১৯-২০২০ অর্থ বছরের রাজস্ব আয় বাজেট ঘোষনা করা হয় ০৯ লক্ষ ১১হাজার ৭৭২ টাকা এবং উন্নয়ন বাজেট ঘোষনা করা হয় ১কোটি ৯১লক্ষ ২হাজার ১৭৭টাকা। সর্বমোট ১কোটি ১১ লক্ষ ২হাজার ৯৪৯টাকা বাৎসরিক বাজেট ঘোষনা করা হয়।