প্রকাশিত : ২৫ মে, ২০১৯ ২০:৪৮

বগুড়ার উন্নয়নে নৌকার কোন বিকল্প নেই : মজিবর রহমান মজনু

ষ্টাফ রিপোর্টার
বগুড়ার উন্নয়নে নৌকার কোন বিকল্প নেই : মজিবর রহমান মজনু

বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মজিবর রহমান মজনু বলেছেন, বগুড়ার উন্নয়নে নৌকার কোন বিকল্প নেই। দীর্ঘদিন যাবৎ বগুড়া সদরের মানুষ উন্নয়ন বঞ্চিত। বগুড়ার মানুষ বিএনপির কাছ থেকে কিছু পায়নি। বরং বগুড়ার মানুষকে বারবার বিএনপি হেয় প্রতিপন্ন করেছে। অতীতে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বগুড়া থেকে উপ-নির্বাচনে নির্বাচিত হয়ে বগুড়ার মানুষের খোঁজ-খবর নেননি। এবারও মীর্জা ফখরুল শপথ না নিয়ে বগুড়ার মানুষকে অসম্মানিত করেছেন। এখন সময় এসেছে এসব অপমানের জবাব দেওয়ার। তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়তে হবে- নির্বাচনে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে হবে।

আওয়ামী লীগের নেতৃত্বে সহযোগী সংগঠনের সমন্বয়ে কেন্দ্র কমিটি গঠন করতে হবে। মানুষের ঘরে ঘরে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা পৌঁছে দিতে হবে। তাহলেই আমাদের প্রার্থী জননেতা টি জামান নিকেতা বিজয়ী হয়ে বগুড়ার মানুষের উন্নয়নে কাজ করতে পারবেন।আজ বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সহযোগী সংগঠনের সাথে বগুড়া সদর-৬ আসনের উপ-নির্বাচন উপলক্ষে যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেন। সভায় আরও বক্তব্য রাখেন তোফাজ্জল হোসেন দুলু, এড. আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, এড. মকবুল হোসেন মুকুল, এড. রেজাউল করিম মন্টু, এড. আমানুল্লাহ্্, রাগেবুল আহসান রিপু, মঞ্জুরুল আলম মোহন, প্রদীপ কুমার রায়, আসাদুর রহমান দুলু, এড. তবিবর রহমান তবি, শাহ্ আখতারুজ্জামান ডিউক, এড. জাকির হোসেন নবাব, সুলতান মাহমুদ খান রনি, শেরিন আনোয়ার জর্জিস, এড. শফিকুল আলম আক্কাস, সাগর কুমার রায়, মাশরাফী হিরো, আলরাজী জুয়েল, তপন চক্রবর্তী, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান সফিক, মাফুজুল ইসলাম রাজ, শেখ শামীম, ওবায়দুল হাসান ববি, এডনিস বাবু তালুকদার, অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী, আলমগীর বাদশা, আব্দুস সালাম, সুরাইয়া নিগার সুলতানা ডরথী, ডা. সামীর হোসেন মিশু, সামছুদ্দিন শেখ হেলাল, শুভাশীষ পোদ্দার লিটন, সাজেদুর রহমান সাহীন, আমিনুল ইসলাম ডাবলু, এড. লাইজিন আরা লিনা, ডালিয়া নাসরিন রিক্তা, মঞ্জুরুল হক মঞ্জু, নাইমুর রাজ্জাক তিতাস, রাশেদুজ্জামান রাজনসহ পৌর ও সদর উপজেলার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় সবার সার্বিক সহযোগিতা কামনা করে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বগুড়া সদর-৬ আসনের উপ-নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী জননেতা টি জামান নিকেতা।

উপরে