রৌমারীতে ইয়াবা সহ একজন আটক
নিজস্ব প্রতিবেদক
রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নে ৯০০ পিছ ইয়াবা সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।আজ শনিবার তাকে আটক করা হয়।আটক ওই মাদক ব্যাবসায়ীর নাম জিন্নাত আলী (৩৫) সে ফকির পাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।অভিযান পরিচালনা কারী রৌমারী থানার এস আই রুহুল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদক ব্যাবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা সহ তাকে আটক করা হয়।
রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মো দিলওয়ার হাসান ইনাম জানান,ইয়াবা সহ আটক জিন্নত আলীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছ।