প্রকাশিত : ২৬ মে, ২০১৯ ১২:৫৯

দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক
দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

দিনাজপুরের বিরল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলম হোসেন (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত দেড়টায় বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে এ ঘটনা ঘটে।

আলম একজন গরু পাচারকারী চক্রের সদস্য বলে ধারণা করছে বিজিবি। নিহত আলম বিরল উপজেলার কামদেবপুর ঈদগাহ মোড়ের মোশাহক আলীর ছেলে। গুলির শব্দ শোনার পর স্থানীয়রা আলমের মরদেহ উদ্ধার করে নিয়ে এসেছে।
 
দিনাজপুর-২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী নাহিদুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাতে দেড়টায় বিএসএফের গুলিতে আলম হন। তবে যে স্থানে নিহত তিনি হয়েছেন সেই স্থানটি ভারতে হলেও কাঁটাতারের বেড়ার এপারে। এ বিষয়ে আমরা বিএসএফকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়েছি। বৈঠকে তাদের গুলি ছোড়ার ঘটনায় প্রতিবাদ করা হবে।
 
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উপরে