প্রকাশিত : ২৬ মে, ২০১৯ ২০:১১

শেরপুরে এতিম শিশুদের ঈদের পোশাক দিলেন এমপি পুত্র আসিফ ইকবাল সনি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুরে এতিম শিশুদের ঈদের পোশাক দিলেন এমপি পুত্র আসিফ ইকবাল সনি

বগুড়ার শেরপুরে অর্ধশতাধিক এতিম অসহায় শিশুদের হাতে ঈদের নতুন পোশাক তুলে দিলেন স্থানীয় এমপি মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমানের পুত্র প্রকৌশলী আসিফ ইকবাল সনি। গত শনিবার (২৬মে) বিকেলে শহরতলীর দুবলাগাড়ী হাফেজিয়া কওমি মাদ্রাসার এতিম অসহায় শিশুদের মাঝে এমপি পুত্রের নিজস্ব অর্থায়নে কেনা এসব পোশাক বিতরণ করা হয়। পরে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এমপি পুত্র আসিফ ইকবাল সনি। এদিকে ঈদের আগেই নতুন পোশাক পেয়ে খুশি এতিম শিশুরা। উক্ত পোশাক বিতরণ অনুষ্ঠানে আ.লীগ নেতা আয়নাল হকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারপূর্ব দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার প্রধান মাওলানা হাফেজ আব্দুর রহমান। অনুষ্ঠানে এতিম অসহায় ৫০জন শিশুকে ঈদের নতুন পোশাক তুলে দেন এমপি পুত্র আসিফ ইকবাল সনি।

উপরে