শিবগঞ্জে ৪টি ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পের মাধ্যমে ব্যাপকভাবে রাস্তাঘাট সংস্কার কাজ চলছে
বগুড়া শিবগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের আওতায় ইউনিয়নগুলির অবহেলিত সড়কগুলির সংস্কার করায় এলাকাবাসীর দীর্ঘদিনের কষ্ট লাঘব হয়েছে।
প্রকল্পের আওতায় সংস্কারকৃত সড়কগুলির মধ্যে পিরব ইউনিয়নের ভাটরা মসজিদ থেকে মাদ্রাসা পর্যন্ত সড়কটি সংস্কার করায় এলাকাবাসীর চলাচলের দীর্ঘদিনের কষ্ট লাঘব হয়েছে। প্রকল্প সভাপতি ইলতুতমিশ লয়ামিয়া জানান, এই প্রকল্পের আওতায় ইউনিয়নে ব্যাপক রাস্তা সংস্কার করা হয়েছে। পিরব ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক বলেন, প্রকল্পের আওতায় এই পিরব ইউনিয়নে অনেক শ্রমিক এই অসময়ে কাজ পেয়ে অনেক উপকৃত হয়েছেন। সেই সাথে ঈদের আগে তাদের পারিশ্রমিক পেয়ে তারা ভীষণ উপকৃত হয়েছেন। দেউলী ইউনিয়নে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের আওতায় গেন্দারদহ থেকে বড়বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার করায় এলাকার ৬টি পাড়ার শাওয়ালদহ পূর্বপাড়া, পশ্চিমপাড়া, হিন্দুপাড়া এলাকার জনসাধারনের চলাচলের দীর্ঘদিনের কষ্ট লাঘব হয়েছে। প্রকল্প সভাপতি মেহেদুল ইসলাম বলেন, এই প্রকল্পের আওতায় সমস্ত কাজ দেউলী ইউপি চেয়ারম্যান আব্দুল হাই এর দিক নির্দেশনায় এলাকার অবহেলিত সড়কগুলি সংস্কার করা হচ্ছে।
সৈয়দপুর ইউনিয়নের এই প্রকল্পের আওতায় কেশরীপুর ঈদগাহ মাঠ দক্ষিনদহ পাড়া হইতে পাকা রাস্তা পর্যন্ত এবং রেজাউল করিমের বাড়ী হইতে দহপাড়া পর্যন্ত, মির্জাপুর জামে মসজিদ হইতে কুকিকালিদাসপুর চলাচলের অযোগ্য সড়কগুলি সংস্কার করায় এলাকার স্কুল কলেজগামী ছাত্র/ছাত্রী সহ কৃষকদের উৎপাদিত পণ্য বিভিন্ন হাটবাজারে বিক্রয়ের জন্য নিয়ে যেতে কৃষকদের ব্যাপক সুবিধা হয়েছে। এ ব্যাপারে প্রকল্প সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা, আব্দুর রাজ্জাক, নওয়াব আলী বলেন, আমাদের এলাকায় তেমন ধান উৎপাদন হয় না। এই সময় এলাকার শ্রমিকরা বেকার বসে থাকেন। এই প্রকল্পের আওতায় তারা কাজ পেয়ে বেজায় খুশি। এ ব্যাপারে সৈয়দপুর ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান তৌফিক বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরীতে ঈদের আগে কাজ পেয়ে তারা তাদের সংসারে ঈদের সময় ছেলে মেয়দের চাহিদা পূরণ করতে পেরে এই সরকারের প্রতি কৃতজ্ঞ। মাঝিহট্ট ইউনিয়নে ৪০ দিনের কর্মসূচী প্রকল্পের আওতায় মোড়াইল, খেউনী, বিন্যাচাপড় সহ বিভিন্ন সড়কগুলির সংস্কার করায় আগামী বর্ষা মৌসুমে সড়কগুলি দিয়ে চলাচলের ব্যাপক সুবিধা হবে। কারণ এ এলাকার মাটি অতিরিক্ত আঠালো হওয়ায় সবসময় সড়কগুলি দিয়ে কাদার মধ্যে চলাচল করতে হতো।
তাই এই প্রকল্পের ঈদ পরবর্তী কাজগুলি দ্রুত গতিতে শেষ করার জন্য এলাকাবাসী অনুরোধ জানিয়েছেন। এ ব্যাপারে প্রকল্প সভাপতি কহিনুর, বাদশা ও আবু জাফর বলেন, এই প্রকল্পের আওতায় এলাকার অবহেলিত নারী শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তারা কাজ পেয়ে তাদের পারিশ্রমিক দিয়ে দৈনন্দিন চাহিদা মিটাতে পেরে ব্যাপক খুশি হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জসিমউদ্দিন বলেন, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি বিশেষ উদ্যেগ গ্রাম বাংলার অবহেলিত বেকার শ্রমিকদের কর্মসংস্থানের মাধ্যমে তাদেরকে সাবলম্বী করা, তাই এই প্রকল্পের কোনো অনিয়ম গ্রহণ যোগ্য হবেনা। এই প্রকল্পের উপসহকারী প্রকৌশলী তৌহিদুল ইসলাম বলেন, উপজেলার ১২ টি ইউনিয়নেই ৪০ দিন কর্মসৃজন প্রকল্পের কাজ পরিদর্শন করা হয়। শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক তাদেরকে সময়মত দেওয়া হবে। এই প্রকল্পে কোনো অনিয়ম মেনে নেওয়া হবেনা।