প্রকাশিত : ২৬ মে, ২০১৯ ২০:৫৯

জাতীয় শিশু প্রতিযোগিতায় শেরপুরের তিন শিশুর সাফল্য অর্জন

ষ্টাফ রিপোর্টার
জাতীয় শিশু প্রতিযোগিতায় শেরপুরের তিন শিশুর সাফল্য অর্জন

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার চুড়ান্ত প্রতিযোগিতায় বগুড়ার শেরপুর উপজেলার তিন শিশু শিল্পী শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে ঢাকা শিশু একাডেমি প্রাঙ্গণে চূড়ান্ত প্রতিযোগিতায় বগুড়ার শেরপুর উপজেলার সাইরা আনজুম শিহা (খ)-বিভাগে হামদ-নাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে। শিহা শেরপুরের উলিপুরের এস এম আব্দুল হাই বাবু ও রোকেয়া পারভীন দম্পতির কন্যা। ছড়াগান (ক)-বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে সঞ্চারী পরিজাত।

সে শেরপুর কলেজ রোডের নিয়ার রঞ্জন সরকার ও মানষী তালুকদারের কন্যা। পল্লীগীতি (ক)-বিভাগে আজমাইন আরহাম প্রান্ত তৃতীয় স্থান অর্জন করেছে। প্রান্ত শেরপুর উপজেলার দশমাইল কলতাপাড়ার মোঃ রফিকুল ইসলাম ও আফরোজা খাতুনের পুত্র। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় চুড়ান্ত পর্যায়ে সফল্য পাওয়া তিনজনই শেরপুর পল্লী উন্নয়ন একাডেমি স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রী। শেরপুর সুর-সারগাম সঙ্গীত বিদ্যালয়ের পরিচালক প্রভাষক আব্দুল আলিমের কাছে তারা সঙ্গিত, হামদ নাত সংস্কৃতিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করছে।প্রশিক্ষণার্থীরা তাদের কৃর্তিত্বের জন্য অভিনন্দন জানান সুর-সারগাম সঙ্গীত বিদ্যালয়ের সঙ্গীত প্রশিক্ষক রোজিনা আলিম, বিমল চন্দ্র কবিরাজ, প্রনব স্যানাল ও এস এম আব্দুল হাই বাবু প্রমুখ।

উপরে