প্রকাশিত : ২৭ মে, ২০১৯ ১৪:৩২

৭ মাস পর উদ্ধার হওয়া মোবাইল কৃষকের বাড়ি গিয়ে ফেরত দিলেন এএসপি

হিলি (দিনাজপুর)
৭ মাস পর উদ্ধার হওয়া মোবাইল কৃষকের বাড়ি গিয়ে ফেরত দিলেন এএসপি

৭ মাস আগে ডাকাতি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে কৃষক শামিমের বাড়িতে গিয়ে ফেরত দিলেন হাকিমপুর- হিলি সার্কেলের এ এসপি আখিউল ইসলাম।

জানাগেছে, ২০১৮ সালের ১৫ অক্টোবর রাতে দিনাজপুরের হিলি- ঘোড়াঘাট রোডের ডুগডুগি বাজারের কাছে রাস্তার গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে ঘোড়াঘাট থানায় ডাকাতি চেষ্টার মামলা হয়। ঘোড়াঘাট থানার মামলা নং-১৬, তাং-১৬/১০/২০১৮ ইং। পুলিশ ৬ জন ডাকাতকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। ডাকাতদের আটকেরপর কৃষক শামিম হাকিমপুর -হিলি সার্কেল এএসপি আখিউল ইসলামের কাছে অভিযোগ করেন তার একটি মোবাইল ছিনিয়ে নিয়েছে ডাকাত। দীর্ঘ ৭ মাস সন্ধান করে মোবাইল ফোনটি উদ্ধার করেন এএসপি মো: আখিউল ইসলাম।

আজ সোমবার সকালে উদ্ধার হওয়া মোবাইলটি নিয়ে এএসপি আখিউল ইসলাম নিজে চলে যান দিনাজপুর জেলার হাকিমপুর থানার নিখিরা গ্রামের ফজলুর রহমানের ছেলে কৃষক শামিম হোসেন বাড়িতে। শামিমে হাতে তুলে দেন তার ডাকাতের হাতে খোয়া যাওয়া মোবাইল ফোনটি।

শামিমের সাথে যোগাযোগ করা হলে তিনি  জানায়, ডাকাতে হতে ছিনতাই হওয়া মোবাইল ফোন ৭ মাস পরে পুলিশ তার নিজ বাড়ীতে এসে ফেরত দিবে এটা সে কোনদিন ভাবতে পারে নাই।

এএসপি আখিউল ইসলাম নিজে বাড়ি গিয়ে কৃষকের হাতে মোবাইল ফোনটি দেওয়ায় এলাকায় ব্যাপক ভাবে প্রসংশিত হয়েছে পুলিশ।

 

উপরে