প্রকাশিত : ২৭ মে, ২০১৯ ১৯:৩৮

নন্দীগ্রামে কৃষি শুমারির গণনাকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নন্দীগ্রামে কৃষি শুমারির গণনাকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রামে “কৃষি শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষি (শস্য, মৎস্য ও প্রাণি সম্পদ) শুমারি ২০১৯ এর মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করনের নিমিত্তে নন্দীগ্রাম উপজেলার গণনাকারী ও সুপারভাইজারদের ৩দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

গত সোমবার বেলা ১২টায় উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: শারমিন আখতারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। এসময় আরো বক্তব্য রাখেন  উপজেলা পরিসংখ্যান অফিসার মো: রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী বারেক প্রমূখ। প্রশিক্ষণে ২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪৩ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন।

উপরে