প্রকাশিত : ২৮ মে, ২০১৯ ১৩:৫৬

হিলিতে লোহা খনি আবিষ্কার কার্যক্রম পরিদর্শন ভূ-তাত্বিক অধিদপ্তরের মহা পরিচালক

হিলি (দিনাজপুর)
হিলিতে লোহা খনি আবিষ্কার কার্যক্রম পরিদর্শন ভূ-তাত্বিক অধিদপ্তরের মহা পরিচালক

দিনাজপুরের হাকিমপুর উপজেলার ইসবপুর গ্রামে লোহা খনির সন্ধান পাওয়ার পর এবার দ্বিতীয় পর্যায়ের জরিপ কাজ শুরু করে বাংলাদেশ ভূ-তাত্বিক জরিপ অধিদপ্তর।
রবিবার বিকেল ৫ টায় উপজেলার ইশবপুর গ্রামে লোহ খনি পরিদশন করেন বাংলাদেশ ভূ-তাত্বিক জরিপ অধিদপ্তরের মহা পরিচালক জিল্লুর রহমান চৌধুরী। এখানে ১২৮৮ফুট গভীরতায় এখানকার লোহ খনিজ পদার্থের সন্ধান পাওয়া গেছে। যা বাংলাদেশে এটাই প্রথম লৌহ খনি।

এসময় উপস্থিত ছিলেন, মাসুদ রানা, পরিচালক (প্রকৌশলী ড্রিলিং), মাহিরুল ইসলাম,উপ-পরিচালক (ড্রিলিং প্রকৌশলী), ভূতাত্ত্বিক বিভাগের পরিচালক সাইদুল হোসেন।

উপরে