প্রকাশিত : ২৮ মে, ২০১৯ ১৯:০০

পোরশায় ডাসকো ফাউন্ডেশনের কর্মশালা

পোরশা (নওগাঁ) প্রতিনিধি
পোরশায় ডাসকো ফাউন্ডেশনের কর্মশালা

বে-সরকারী সংস্থা ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে বিবাহ নিবন্ধনকারী ও ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা আজ মঙ্গলবার দুপুরে নওগাঁর পোরশা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠিতকরণ, নারী অধিকার সুরক্ষা ও উন্নয়ন, নারী নির্যাতন ও সহিংসতা বন্ধের লক্ষ্যে ডাসকো ফাউন্ডেশন জানুয়ারি ২০১৮ সাল থেকে ÔStrengthened Civil Society Protects and Promotes Women`s Rights’ প্রকল্পটি নেটজ্ বাংলাদেশ এবং ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক ও কারিগরী সহযোগিতায় সংস্থাটি চাপাইনবাবগঞ্জ ৮টি ইউনিয়নে বিভিন্ন ধরনের কর্মসূচী বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় কর্মশালাটি আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন SCSPPWR প্রকল্পের সমন্বয়কারী মদন দাস। প্রধান অতিথি ছিলেন ইউএনও নাজমুল হামিদ রেজা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন। এসময় সংস্থার ট্রেইনার এ্যাডভোকেসি কর্মকর্তা আবুল কালাম আজাদ, ফিল্ড কর্মকর্তা ভানুরাণী, হিন্দু বিবাহ নিবন্ধক বিজয় কুমার বর্মন ও মিলন চন্দ্র বর্মন সহ স্থানীয় বিবাহ নিবন্ধনকারী ও ধর্মীয় ইমামগণ উপস্থিত ছিলেন।

উপরে