প্রকাশিত : ২৮ মে, ২০১৯ ২১:২৩

বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের দোয়া ও ইফতার মাহফিল

ষ্টাফ রিপোর্টার
বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের দোয়া ও ইফতার মাহফিল

দেশ ও জাতির কল্যাণ কামনা করে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে আলোাচনা সভা, ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় জোটভুক্ত সংগঠনের প্রয়াত সদস্যদের মৃত্যুতে তাদের আত্মার শান্তিকামনা করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান।

আজ মঙ্গলবার বগুড়া শহরের টিএমএসএস মহিলা মার্কেটের ৫ম তলায় উষা হলে দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক টি জামান নিকেতা, জেলা পরিষদের সদস্য সাহাদারা মান্নান। শুভেচ্ছা বক্তব্য রাখেন জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী। দপ্তর সম্পাদক এইচ আলিম’র সঞ্চালনায় বক্তব্য রাখেন এ্যাড: মনতেজার রহমান মন্টু, আতিকুর রহমান মিঠু, শাহনাজ পারভিন শিরি, এবিএম জিয়াউল হক বাবলা, সাবেক কাউন্সিলর টিপু সুলতান, সাদেকুর রহমান সুজন, খলিলুর রহমান চৌধুরী, সৈয়দ আশিক ফারুক, জোটের সহ সভাপতি মতিয়ার রহমান, গৌতম কুমার দাস, আছাদ হোসেন, আব্দুস সালাম, ক্যাশিয়ার রবিউল আলম অশ্রু, সহ সাধারণ সম্পাদক এসএম বেলাল হোসেন, আলমগীর কবির, প্রচার সম্পাদক লুবনা জাহান, নির্বাহী সদস্য আসাদুর রহমান খোকন, প্রবীর মোহন্ত, আব্দুল মোবিন জিন্নাহ, আব্দুল আউয়ালসহ জোটভুক্ত সংগঠনের সদস্যবৃন্দ। শেষে দোয়া মোনাজাত করেন কবিতা কাবের কবি নুরুল ইসলাম চৌধুরী।

উপরে