জমে উঠেছে হিলি সীমান্তে ঈদ বাজার, এক হাজার টাকা খরচ করলে মিলছে লাকী কুপুন
জমে উঠেছে দিনাজপুরের সীমান্ত এলাকা হিলিতে ঈদ বাজার। ছোট ছোট বিপনি বিতান গুলোতে নতুন নতুন ডিজাইনের ব্যবহারি পোষাকের পরসা সাজিয়ে বসেছে দোকানিরা।
নতুন পোষাকে ঈদ কাটবে, সকলের এমন প্রত্যাশায় দিনের গরমকে উপেক্ষা করে ক্রেতারা আসছেন তাদের পছন্দের কেনা কাটা করতে। শীতাতপ নিয়ন্ত্রিত বিপনি বিতান গুলোতে ক্রেতাদের বাড়তি চাপ।
সীমান্ত এলাকায় দেশী-বিদেশী পরিধানিয় বস্ত্রের পাশাপাশি এখানে মিলাতে পারছেন কসমেটিক সামগ্রী। আর বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্দা, জয়পুরহাট থেকে কেনা-কাটা করতে ভীড় জমিয়েছেন প্রতি বারের ন্যায় হিলিতে। বাহারী পোষাক কেনা কাটার মাঝে রয়েছে লটারীর লাকীকুপুন। এক হাজার টাকা খরচ করলে মিলবে ভাগ্য পরিক্ষার লাকী কুপুন। আর পুরস্কার রয়েছে মটরসাইকেল, এলএডি, মোবাইলসেট সহ রয়েছ্ েনানা পুরস্কার।
এদিকে ছেলেদের পছন্দের তালিকায় রয়েছে টি-শার্ট আর পাঞ্জাবী, মেয়েদের চাহিদা রয়েছে সুতি কাপড়ের।
বগুড়া থেকে মার্কেট করতে আসা শিউলী বেগম জানায়,হিলি বাজারে ভারতীয় নিত্যনতুন পোষাক পাওয়া যায়।এবারও এসেছি ছেলে-মেয়েদের নিয়ে তাদের পছেন্দের কাপড় কিনতে।জয়পুরহাট থেকে আসা শাহাজানের নিকট জানতে চাইলে বলেন,হিলিতে ভারতীয় জুতা ও ছোট বোনের জন্য কসমেটিক কিনতে আসছি।
অনেকেই আবার বলছেন, নতুন ডিজাইনের চাহিদাপুর্ন পোষাক এখনো মার্কেটে আসেনি। অনেকে কাপড় দেখছেন, অনেকে কিনছেন, অনেকেই আবার অপেক্ষায় রয়েছেন।