প্রকাশিত : ২ জুন, ২০১৯ ১৪:২৫

ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ

হিলি (দিনাজপুর)
ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ

পবিত্র শবেকদর, পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৭ দিন বন্ধ থাকবে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানী-রপ্তানী কার্যক্রম। বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপ এবং সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন যৌথভাবে এই সিদ্ধান্ত নেয়।

বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, পবিত্র শবেকদর, পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি থাকায় আজ রোববার (২ জুন) থেকে আগামী ৮ জুন পর্যন্ত বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরো জানায় ইতোমধ্যেই বন্ধের বিষয়টি ভারতের হিলি এক্সপোর্টার এন্ড কাস্টমস কিয়ারিং এজেন্টস এসোসিয়েশন কর্তৃপক্ষকে পত্র দিয়ে জানানো হয়েছে। তবে আগামী ৯ জুন থেকে বন্দরের সকল কার্যক্রম পুনরায় শুরু হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি ফিরোজ কবীর জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট সকল ধরণের সরকারী ও বেসরকারী ছুটির আওতামুক্ত থাকে। তাই একারণে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

উপরে