প্রকাশিত : ২ জুন, ২০১৯ ১৪:৫৫

সরকার সবসময় জনগনের পাশে আছেন: পলক

সিংড়া (নাটোর) প্রতিনিধি
সরকার সবসময় জনগনের পাশে আছেন: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দ্রুততম সময়ে বাংলাদেশ বিশ্বের রোল মডেলে রুপ নিয়েছে। বাংলাদেশ মডেল অনুসরন করছে অনেক দেশ।

প্রতিমন্ত্রী রবিবার দুপুর ১২ টায় অগ্নিকান্ড, সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবে মারা যাওয়া, অসুস্থ রোগীদের মাঝে নগদ অর্থ বিতরন করেন।

এসময় তিনি বিভিন্ন দুর্ঘটনায় নিহত ৫ টি পরিবারের মাঝে ৭০ হাজার টাকা,অগ্নিদগ্ধ ১ জনকে ১০ হাজার টাকা, অগ্নিকান্ডের তিগ্রস্ত ১ জনকে ২ বান্ডিল টিন ও নগদ ৬ হাজার টাকা। প্যারালাইজড আক্রান্ত সাহাবুলের মেয়ের লেখাপড়ার খরচের জন্য নগদ ৬ হাজার টাকা ও তাড়াই গ্রামে ব্রোন ক্যান্সারে আক্রান্ত স্বাধীনকে নগদ ৪ হাজার টাকা ও প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে ব্লাড ক্যান্সারে আক্রান্ত তন্ময়কে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন।

এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের স্বান্তনা দেন। উপস্থিত ছিলেন, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন, অফিস সহকারী মুহিদ ময়েন প্রমুখ। এর আগে তিনি হাতিয়ান্দহ ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ উপস্থিত ছিলেন।

 

উপরে