শেরপুরে বাঙালী নদীর অবৈধ বালু মহাল গুড়িয়ে দিল উপজেলা প্রশাসন
বগুড়ার শেরপুরে বাঙালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন স্বার্থান্বেষী একটি চক্র। দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের মহোৎসব চালাচ্ছিলেন তারা। এতে নদীর আশপাশের বসতবাড়ি ও ফসলি জমি ধ্বসে নদীগর্ভে যাওয়ার শঙ্কাও তৈরী হয়। তবে বিষয়টি জানতে পেরে উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর এলাকাস্থ বাঙালী নদীতে গড়ে উঠা অবৈধ ওই বালু মহালটি গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এসময় বালুখেকোরা পালিয়ে যেতে সক্ষম হলেও বালু উত্তোলনকাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও একটি শ্যালো মেশিনসহ শতাধিক মিটার প্লাস্টিকের পাইপ আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
গত শনিবার (০১জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালিত হয়। বালুদস্যুদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারী দেন এই ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া জনস্বার্থে এবং আইনের শাসস প্রতিষ্ঠায় সরকারি আইন লঙ্ঘণকারীদের বিরুদ্ধেও অভিযান শুরু করেছেন তিনি। এরই ধারাবাহিকতায় গত মে মাসে ভোক্ত সংরক্ষণ আইন, লাইসেন্সবিহীন করাত কল ও পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে গণসচেতনা তৈরীর লক্ষ্যে মোট ১৬টি ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এসময় ৩৮টি প্রতিষ্ঠান থেকে মোট ১লাখ ১১হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ।