অগ্রজের পাশে আমরা
অগ্রজ বা বয়স্করা পরিবারের ছাতা হয়ে থাকেন। সেখানে অসংখ্য ভাগ্যবঞ্চিত বয়স্ক মানুষ আছেন যাদের ঠিকানা হয় বৃদ্ধাশ্রম। এমনই একটি বয়স্ক পুনর্বাসন কেন্দ্র আছে শেরপুর উপজেলার জোয়নপুরে। ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের অগ্রজদের পাশে দাঁড়ালো হুময়ূন আহমেদের ভক্তদের সংগঠন হিমু পরিবহণ। একদল সুধীজনদের নিয়ে গত ১ জুন রাতে সোনাভান বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে রাতের খাবার নিয়ে যায় সংগঠনটি। সার্বিক সহযোগিতা করে রোচাস রেস্টুরেন্ট।
এই যাত্রার সঙ্গী হয়েছিলেন ডাঃ সামির হোসেন মিশু, তাহমিনা পারভিন শ্যামলী, ডাঃ মরিুজ্জামান স্বপ্নন ও ডাঃ রিম্মি, ডাঃ সৈকত ও জাকিয়া সুলতানা জুসি, মিল্লাত হোসেন সুমন, তানভির আলম তন্ময়, এনামুল হক, সিকতা কাজল, মাহমুদুল হাসান, রাকিবুল ইসলাম, আমির খসরু সেলিম, শুভ ইসলাম, নাইম হাসান সহ আরো অনেকে।সোনাভান বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের আবাসিক ২০ জন অগ্রজ ও সেখানকার কর্মকর্তারা এই আয়োজনে আনন্দ প্রকাশ করেন।