প্রকাশিত : ২ জুন, ২০১৯ ২১:০৭

বগুড়ায় পথশিশুদের ব্যবহার করে মাদক ব্যবসার অভিযোগে শামিমা গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় পথশিশুদের ব্যবহার করে মাদক ব্যবসার অভিযোগে শামিমা গ্রেফতার

বগুড়ায় ক্ষুধার্ত পথশিশুকে ব্যবহার করে মাদক ব্যবসার অভিযোগে শামিমা আফরোজ পাপলু (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।পুলিশ জানায়, শামিমা পাপলু  বগুড়া শহরের সবুজবাগের সুলতান মিয়ার স্ত্রী।বগুড়া ডিবি পুলিশের ওসি আসলাম আলী জানান,আজ রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় শামিমার বাড়িতে। এসময় ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফফতার করা হয়।

ডিবি ওসি জানান, ক্রেতাদের কাছ থেকে মোবাইল ফোনে শামিমা টাকা নিয়ে পথশিশুদের মাধ্যমে ক্রেতাদের কাছে মাদক পৌছে দেন। এমন তথ্যে ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পথশিশুদের দুমুঠো ভাত আবার কখনও চকলেট বা হালকা খাবার দিয়ে ম্যানেজ করতেন শামিমা। ওসি জানান, প্রায় এক যুগ ধরে শামিমা এভাবেই অভিনব কায়দায় পথশিশুদের দিয়ে মাদক ব্যবসা করে আসছিলেন। এব্যাপারে পুলিশ বাদি হয়ে তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।

উপরে