প্রকাশিত : ৩ জুন, ২০১৯ ১৫:২০

সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক সড়কে বিআরটিসি বাস সার্ভিস উদ্ভোধন

হাবিব সরোয়ার আজাদ
সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক সড়কে বিআরটিসি বাস সার্ভিস উদ্ভোধন

জেলাবাসীর দ্বীর্ঘ দিনের গণদাবির প্রেক্ষিতে এবার সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক সড়কে বিআরটিসি বাস সার্ভিস উদ্ভোধন করা হয়েছে।

সোমবার বেলা ২টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাস ষ্টেশন থেকে এ বাস সার্ভিসের উদ্ধোন করা হয়।

বিআরটিসি সিলেট বাস ডিপো ও প্রশিণ কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনায় সুনামগঞ্জ বাসস্টেশনে “সিলেট টু সুনামগঞ্জ রুটে বিআরটিসি বাস সার্ভিস” এর শুভ উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী  এম.এ. মান্নান, এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক সুনামগঞ্জ মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।

অন্যদের মধ্যে পুলিশ সুপার (ভারপ্রাপ্ত), মিজানুর রহমান, উপপরিচালক (স্থানীয় সরকার),  মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান  খায়রুল হুদা চপল,  পৌর মেয়র নাদের বখ্ত সহ জেলার  গণমান্য ব্যক্তিবর্গ, বাস যাত্রী এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিআরটিসির বাস এ সার্ভিস ঠেকাতে সুনামগঞ্জ পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ সোমবার সকাল থেকে ডাকা অনিদ্রিষ্টকালের কর্মবিরতি চলার মধ্যদিয়েই গণদাবির প্রেক্ষিতে যাত্রী হয়রানি , যাত্রীসেবার আড়ালে যাতায়ত দুর্ভোগ লাগবে বিআরটিসির এ বাস সার্ভিস উদ্ভোধন করা হল।

উপরে