কুমিল্লায় পুলিশের গাড়িচাপায় তিন গার্মেন্টস কর্মী নিহত
কুমিল্লায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফেনী শাখার একটি গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন গার্মেন্টস কর্মীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরো ৪ জন আহত হয় বলে জানা গেছে।
আজ সোমবার বিকেল সাড়ে ৫ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকায় এ ঘটনায় ঘটনা।জানা গেছে, হতাহতরা ওই এলাকায় ড্রাগন সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করেন। নিহতরা হচ্ছেন ফ্যাক্টরির স্পিনিং অপারেটর কাজল, শারমিন ও নাসিমা। সোমবার বিকেলে কাজ শেষে বাড়ি ফেরার জন্য তারা মহাসড়কের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। তাৎক্ষণিকভাবে তাদের ঠিকানা জানা যায়নি।
পিবিআই কুমিল্লা শাখার অতিরিক্ত পুলিশ সুপার উসমান গণি জানান, খবর পেয়ে পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে। দুর্ঘটনায় ৩ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ২ জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনজনের মরদেহ কুমিল্লা মেডিক্যালের মর্গে রাখা হয়েছে।