৮ হাজার দুস্থ পরিবারের মাঝে সিংড়ায় প্রতিমন্ত্রী পলকের ঈদ শুভেচ্ছা বিতরন
সিংড়া
নাটোরের সিংড়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য মঙ্গলবার সকাল ১০ টায় সিংড়া গোডাউনে প্রায় ৮ হাজার গরীব, দুস্থ পরিবারের মাঝে ঈদুল ফিতরের শুভেচ্ছা স্বরুপ শাড়ি বিতরন করেন।
বিতরনে অংশ নেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী আরিফা জেসমিন কনিকা ও সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস। সকাল থেকে সিংড়া পৌরসভা ও ১২ টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার নারী,বৃদ্ধা
ভীড় করেন প্রতিমন্ত্রীর বাড়ির সামনে। পরে তাদের গোডাউনে সুশৃঙ্খল ভাবে শাড়ি বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ, সাবেক ছাত্রলীগ নেতা প্রভাষক আনিসুর রহমান লিখন, ভিপি সজিব ইসলাম জুয়েল সহ ছাত্রলীগ,যুবলীগ, আওয়ামী লীগ ও শ্রমিক লীগ নেতৃবৃন্দ।