প্রকাশিত : ৮ জুন, ২০১৯ ২০:০০

সামনে একটাই পথ বেগম খালেদা জিয়াকে মুক্ত করা : এমপি মোশারফ হোসেন

কাহালু (বগুড়া) প্রতিনিধি
সামনে একটাই পথ বেগম খালেদা জিয়াকে মুক্ত করা : এমপি মোশারফ হোসেন

কেন্দ্রীয় জিয়া শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন বলেছেন, সামনে একটাই পথ সেটা হলো বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা।বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আগামী ১১ জুন যে সংসদ অধিবেশন বসছে, সেই সংসদ অধিবেশনে বিএনপির যে কয়জন সংসদ সদস্য আছি আমরা দেশনেত্রীর মুক্তির জন্য জোরোলা ভুমিকা রাখবো।তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন সংসদে এবং সংসদের বাহিরে আন্দোলন গড়ে তুলতে হবে, সেই আন্দোলনকে বেগবান করার জন্য নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে প্রস্তুত থাকতে হবে।

শনিবার বিকেলে বগুড়ার কাহালুর আড়োলা বিএনপির দলীয় কার্যালয়ে পাইকড় ইউনিয়ন বিএনপির আয়োজনে ঈদ পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। মতবিনিময় সভায়  সভাপতিত্ব করেন পাইকড় ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ইউ পি চেয়ারম্যান আমজাদ হোসেন। উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা বিএনপির আহবায়ক কাজী আব্দুর রশিদ, সদস্য সচিব অধ্যক্ষ রফিকুল ইসলাম রফিক, সিনিয়র যুগ্ম আহবায়ক ও মুরইল ইউ পির সাবেক চেয়ারম্যান আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, সাবেক আহবায়ক ও সাবেক জামগ্রাম ইউ পি চেয়ারম্যান হুমায়ন কবির খোকা, বগুড়া জেলা যুবদলের সাবেক সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান, উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মোমিন, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ তালুকদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউ পি সদস্য ও বিএনপিনেতা আজমল হোসেন, বিএনপিনেতা আব্দুল মজিদ, বাবর আলী, আব্দুর রশিদ, বেলাল হোসেন, মতিউর রহমান, ঠান্ডা, আবুল কালাম, দুলু, আনিছার রহমান, আশরাফ আলী, যুবদলনেতা মিনু, শামীম, সোহাগ, রুবেল, ইমরান, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আলহাজ্ব আশরাফুজ্জামান বিপ্লব, বগুড়া জেলা ছাত্রদলনেতা রাকিব ইমতিয়াজ (শাওন), কাহালু পৌর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মাদ আলী সুমন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ছাত্রদলনেতা হাবিব, সুলতান, হিমু, সোহাগ, সাব্বির হোসেন সহ পাইকড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

উপরে