মাদারীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মাদারীপুরে পানিতে ডুবে সোহান (৮) ও আরিয়ান (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুন) দুপুরে সদর উপজেলার মিঠাপুরে এ ঘটনা ঘটে।সোহান মিঠাপুর গ্রামের রফিকুল হাওলাদারের ছেলে ও আরিয়ান পাশের পাতিলাদি এলাকার এমদাদ হাওলাদারের মেয়ে।স্বজনরা জানান, দুপুরে খেলতে গিয়ে অসাবধানতাবশত বাড়ির পাশের খালে পড়ে যায় আরিয়ান ও সোহান। পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুজি করে খালের পানিতে ভাসতে দেখে। গুরুতর আহত অবস্থায় দুজনকেই উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।মাদারীপুর সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার রিয়াদ মাহমুদ বলেন, ওই দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: মাদারীপুর,পানিতে ডুবে,শিশুর মৃত্যু
২১ জুলাই, ২০১৯
১৩ আগস্ট, ২০১৯
৫ সেপ্টেম্বর, ২০১৯
৭ সেপ্টেম্বর, ২০১৯