যুক্তরাষ্ট্রে নাটোরের কৃতি সন্তান এডভোকেট ইউসুফ আলীকে সংবর্ধনা
সিংড়া( নাটোর) প্রতিনিধি
যুক্তরাষ্ট্রে বসবাসরত নাটোর জেলা সমিতির আয়োজনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ব্রংক্সের একটি হোটেলে শনিবার বিকেলে নাটোরের সিংড়া উপজেলার কৃতি সন্তান মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক বিশিষ্ট আইনজীবী সুপ্রিমকোর্ট অব বাংলাদেশের এডভোকেট ইউসুফ আলীকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমিতির সভাপতি মো: আব্দুল খালেক, সেক্রেটারী শাহীন আলম।
বক্তব্য রাখেন, বৃহত্তর রাজশাহী জেলা সমিতি যুক্তরাষ্ট্রের সাধারন সম্পাদক মোজাফ্ফর হোসেন, বিশিস্ট মুক্তিযাদ্ধা সিংড়ার কৃতি সন্তান সমিতির উপদেস্টা মফিজ আহমেদ, সমিতির সহ সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, সহ সাংগাঠনিক সম্পাদক আসাদুজ্জামান রিপন সহ আরো অনেকে।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রচার সম্পাদক হেলাল উদ্দিন । পরে তাঁকে ক্রেস্ট প্রদান করেন সমিতির নেতৃবৃন্দ।